• Recent post

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সমাধান আন্তর্জাতিক বিষয়াবলী

       

    আন্তর্জাতিক বিষয়াবলী


    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সমাধান আন্তর্জাতিক বিষয়াবলী


    ১: আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্টের কততম রাষ্ট্রপতি ছিলেন ?

    উত্তর: ১৬ তম

     ২:ভারেত পার্লামেন্টের আসন সংখা কতটি?

    উত্তর: ৫৪৫

    ৩: ফ্রান্সের প্রেসিড়েন্টের মেয়াদ কত বছর ?

    উত্তর: ৫ বছর ( পুর্বে ছিল ৭ বছর )

    ৪: এশিয়া ও ইউেরাপ মহাদেশেকে একত্রে কি বলা হয়?

    উত্তর: ইউরোশিয়া

    ৫: আফ্রিকা তথা পৃথিবীর দীঘ তম নদী কোনটি ?

    উত্তর: নীলনদ

    ৬: আয়তেন পৃথিবীর বৃহত্তম জলপাত কোনটি ?

    উত্তর: নায়াগ্রা

    ৭: দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি ?

    উত্তর: আমাজান

    ৮: নিরপেক্ষ রাষ্ট বলা হয় ?

    উত্তর: সুইজারল্যান্ডকে

    ৯: সরু রাষ্ট বলা হয় ?

    উত্তর: চিলিকে

    ১০ : ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয় ?

    উত্তর: ইতালিকে

    ১১ : মহাশুন্যে প্রথম উপগ্রহের নাম কি ?

    উত্তর: স্ফটনিক

    ১২:প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল ?

    উত্তর : নীলনদ

    ১৩ : বিশ্বের কোথায় সর্বপ্রথম ব্যাংকিং প্রথা চালু হয় ?

    উত্তর: ইতালিতে

    ১৪: ডাকার কোন দেশের রাজধানী ?

    উত্তর: সেনেগাল

    ১৫: ক্রিকেটে আউট হওয়ার উপায় কয়টি ?

    উত্তর: ১০ টি

    ১৬: লাইব্রেরী অব কংগ্রেস যুক্তরাষ্টের কোথায় অবস্থিত ?

    উত্তর: ওয়াশিংটন ডিসি

    ১৭ :কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্টান নয় ?

    উত্তর : IMF

    ১৮ :টনজো কোন দেশের মুদ্রার নাম ?

    উত্তর: কাজাকিস্থান

    ১৯: NATO কবে সূচিত হয় ?

    উত্তর: জনু , ১৯৪৯

    ২০ : পলাশীর যুদ্ধ বইটি কার রিচত ?

    উত্তর: ডি. এল. রায়

    ২১ :হোয়াইট হল কোথায় অবস্থিত ?

    উত্তর: লন্ডনে

    ২২ : ভলিবল দলে কতজন  প্লেয়ার থাকে ?

    উত্তর: ৬ জন

    ২৩:কোন প্রাণী সবচেয়ে বেশী বাঁচে ?

    উত্তর: কচ্চপ

    ২৪ : ফিফা কখন প্রতিষ্টিত হয় ?

    উত্তর: ২১ মে ১৯০৪
    ২৫ : টেস্ট ক্রিকেট শুরু হয় কত সালে ?

    উত্তর: ১৮৭৭

    ২৬ :নেলসন ম্যান্ডেলার রাজৈনিতক নাম িক ?

    উত্তর: আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

    ২৭ : ভারেতর কোন সম্রাটকে আলমগীর বলা হেতা __

    উত্তর: আওরঙ্গজেব

    ২৮ : কোন সাবেক প্রধানমন্ত্রি আগে রাসায়ণিক গবেষণাগারে কাজ করেতন ?

    উত্তর: মার্গারেট থ্যাচার

    ২৯ : আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে প্রণালী ?

    উত্তর: বেরিং
    ৩০ : যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন কোন রাজৈনিতক দলের সাথে জিড়ত ছিলেন ?

    উত্তর:ফেডারেলিষ্ট পার্টি

    ৩১ :রেড আর্মি কি ?

    উত্তর: জাপানের একটি সন্ত্রাসবাদী সংস্থা

    ৩২ : কত সালে মার্টিন লথুার কিং নিহত হন ?

    উত্তর: ১৯৬৮ সালে

    ৩৩ : ১৯৬৭ সালে আরব - ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল __

    উত্তর: ৬ দিন

    ৩৪ : প্রথম পানি পথে যুদ্ধ কখন হয় ?

    উত্তর : ১৫২৬ খ্রিস্টাব্দে

    ৩৫ : ইউরো মুদ্রার জনক কে ?

    উত্তর: রর্বাট মুন্ডেল
    ৩৬ : চীনের প্রাচীর চীন দেশের কোন সীমান্তে অবস্থিত ?

    উত্তর : পুর্ব

    ৩৭ : ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয়  অবস্থিত কোথায় ?

    উত্তর : জেদ্দা

    ৩৮ : জাপানের জাতীয় প্রতীক __

    উত্তর : ক্রিসেনথিয়াম
    ৩৯ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
    হতে হলে নুন্যতম কত ইলেক্ট্রোরাল ভোটের প্র্রয়োজন ?

    উত্তর : ২৭০
    ৪০ : শান্তির জন্য প্রথম কোন মহিলা নোবেল পুরস্কার পান ?

    উত্তর : বর্থাডন সুটনার

    ৪১ : সর্ব প্রথম কোরআন শরীফফর বাংলা অনবুাদ করেন কে ?

    উত্তর : গিরিশচন্দ্র সেন
    ৪২ : মাদার তেরেসা কোন দেশে জন্ম গ্রহন করেন ?

    উত্তর : আলবেনিয়া

    ৪৩ : বিশ্বের রাজধানী কোন নগরীকে বলা হয় ?

    উত্তর : নিউইয়র্ক

    ৪৪ : আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা IAEA এর সদর দপ্তর কোথায় ?

    উত্তর : ভিয়েনা

    ৪৫ : কিউবা কোন সমুদ্রে অবস্থিত ?

    উত্তর : আটলান্টিক মহাসাগর

    ৪৬ : বদরের যুদ্ধ কোথায় সংঘঠিত হয় ?

    উত্তর : মরক্কো

    ৪৭ : আধুনিক ইংরেজী সাহিত্যের জনক কে ?

    উত্তর : G. B. Shaw

    ৪৮ : ভারত - পাকিস্থান যুদ্ধ সংঘঠিত হয় কত সালে ?

    উত্তর : ১৯৬৫ সালে

    ৪৯ :ফরাসি বিপ্লবের মুল হোতা কে  ?

    উত্তর : রুশো

    ৫০ : প্যালেস্টাইনি কোন সভ্যতা গডে উঠেছিল  ?

    উত্তর : হিব্রু সভ্যতা


    ৫১ : নাসাউ কোন দেশের রাজধানী ?

    উত্তর : বাহামা দীপ পুঞ্জ

    ৫২ : ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত ?

    উত্তর : তুরস্কে

    ৫৩ : আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য না ?

    উত্তর : সংযুক্ত আরব আমিরাত

    ৫৪ : বিগত ৫০ বছেরে সেরা ফুটবলার কে ?

    উত্তর : জিদান
    ৫৫ : বাস্তিল দুর্গের পতন ঘঠেছিল ?

    উত্তর : ১৪ জলুাই ১৭৮৯

    ৫৬ : আরব লীগ কখন প্রতিষ্টিত হয় ?

    উত্তর : ২২ মার্চ ১৯৪৫

    ৫৭ : কবে এবং কোথায় সর্বপ্রথম এইডস রোগী চিহ্নিত হয় ?



    উত্তর : ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রে

    ৫৮ : টাইগার হিল কোথায় অবস্থিত ?

    উত্তর : কাশ্মিরে

    ৫৯ :কোনদেশের ডাক টিকেটে দেশের নাম নেই ?

    উত্তর : যুক্তরাজ্যে

    ৬০ : মধ্য আমেরিকার দেশগুলোর মধ্যে কোন দেশের স্থায়ী সেনা বাহিনী নেই ?

    উত্তর : কোস্টারিকা

    ৬১ : নীলনদ কোন সাগরে পতিত হয়েছে ?

    উত্তর : এডেন সাগরে

    ৬২ : বিখ্যাত পর্যটক ইবনে বতুতা কোন দেশের অধীবাসি ছিলেন ?

    উত্তর : মরক্কো

    ৬৩ : মধ্যপ্রাচ্যে প্রথম কখন তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল ?

    উত্তর : ১৯৭৩

    ৬৪ : যুক্ত রাষ্ট্রের সংবিধান রচিত হয় কোন সালে ?


    উত্তর : ১৭৮০

    ৬৫ : উজবেকিস্থানের মুদ্রার নাম কি  ?

    উত্তর : সোম

    ৬৬ : পবিত্র আজমেরী শরীফ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?

    উত্তর : রাজস্থানে

    ৬৭ : ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধে ক’টি দেশ নিয়ে বহুজাতিক বাহিনী গঠিত হয়েছিল ?



    উত্তর : ২৮ টি

    ৬৮ : চীনের দ্বৈত্য অর্থনীতির ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গূহীত ?

    উত্তর : হংকংয়ে অর্থনীতিকে সচল রাখা

    ৬৯ : ইস্ট ইন্ডিয়া কোম্পানীর শাসন বিলুপ্ত হয়

    উত্তর: ১৮৫৮

    ৭০ : পৃথীবির কোন নদীতে মাছ হয় না ?

    উত্তর : জর্ডান
    ৭১ :প্রাচীনতম গণতন্ত্র প্রচলিত আছে ?

    উত্তর: ব্রিটেনে

    ৭২ : আধুনিক তুরস্কের জনক কে ?

    উত্তর : কামাল পাশা


    ৭৩ : বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী কে ?

    উত্তর: শ্রীমাভো বন্দর নায়েক

    ৭৪ : START - 2 কি ?

    উত্তর : কৈাশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি

    ৭৫ : লিটল কর্পোরাল  কার উপাধী ?

    উত্তর : নেপালিয়ন বেনাপোর্ট

    ৭৬ : MENA কোন দেশের সংবাদ সংস্থা ?

    উত্তর : মিশর
    ৭৭ : সুয়েজ খাল কোন সনে খনন কাজ শেষ হয় ?

    উত্তর : ১৮৬৯

    ৭৮ : ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মসুলিম দেশ কোনটি ?

    উত্তর :মিশর

    ৭৯ : অতীশ দীপঙ্কর বাংলাদেশের জেলার বাসিন্দা ছিলেন ?

    উত্তর : মুন্সীগঞ্জ

    ৮০ : ইরাক আক্রমনে যৌথ বাহিনীর নেতৃত্ব দেন কে ?

    উত্তর : টমি ফ্রাঙ্ক


    শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও টিপস্ দেখতে ভিজিট করুন

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সমাধান বাংলা ব্যাকরণ


    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গাণিতিক সমাধান


    এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন্স



    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.