• Recent post

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সমাধান বাংলা ব্যাকরণ


    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সমাধান বাংলা ব্যাকরণ


                                                      বাংলা ব্যাকরণ

    প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সমাধান বাংলা ব্যাকরণ

    ১ : মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি ?

    উত্তর : ভাষা

    ২ : বাংলা ভাষার উৎস কোনটি ?

    উত্তর : ইন্দো- ইউরোপীয়

    ৩: বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন কে ?

    উত্তর : মনোএল- দ্য - আসসুম্পাসাঁও

    ৪ : প্রথম বাংলা ব্যাকরণের নাম ?

    উত্তর : ভোকাবুলারিও এম ইদিওমা- ই -পর্তুগীজ

    ৫ : কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় ?

    উত্তর : সাধু ভাষায়

    ৬ : তৎসম শব্দ বলতে কি বুঝায় ?

    উত্তর : সংস্কূত শব্দ

    ৭ : হাসনাহেনা কোন ভাষার শব্দ ?

    উত্তর : জাপানি

    ৮ : খেকশিয়াল কোন ধরনের শব্দ ?

    উত্তর : দেশী শব্দ

    ৯ : তারিখ শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?

    উত্তর : আরবি

    ১০ : খ্রিস্টান কোন ধরনের শব্দ ?

    উত্তর : মিশ্র শব্দ

    ১১ : ব্যাকরণ শব্দটি ?

    উত্তর : সংস্কূত

    ১২ : রত্নকার শব্দটির সন্ধি বিচ্ছেদ___

    উত্তর : রত্ন + আকর

    ১৩ : নিচের কোনটি স্বরসন্ধির উদাহরণ ?

    উত্তর : শিক্ষালয়

    ১৪ : পরস্পর কাছাকাছি ধব্নি বা বর্ণের মিলনকে কি বলে ?

    উত্তর : সন্ধি

    ১৫ : অন্বেষণ এর সন্ধি বিচ্ছেদ__

    উত্তর : অনু + এষণ

    ১৬ : সন্ধিতে কোনটির মিলন ঘটে ?

    উত্তর : বর্ণের

    ১৭ : বচন অর্থ কি ?

    উত্তর : সংখ্যার ধারণা

    ১৮ : বচন কয় প্রকার ?

    উত্তর : দু'প্রকার

    ১৯ : নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ ?

    উত্তর : ক্ষুদ্রার্থে

    ২০ : কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহ্রত হয় ?

    উত্তর : গ্রাম

    ২১ : কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ?

    উত্তর : বিদ্বান

    ২২ : লিঙ্গ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?

    উত্তর : শব্দতত্ত্ব

    ২৩ : বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে __

    উত্তর : পদ

    ২৪ : 'আমার যাওয়া হবে না ' আমার কোন কর্তা ?

    উত্তর : ভাববাচ্যের কর্তা

    ২৫ : পদ মোট কত প্রকার

    উত্তর : ৫ প্রকার

    ২৬ : তিলে তেল আছে । কোন কারকে বিভক্তি ?

    উত্তর : অধিকরণ কারক, সপ্তমী বিভক্তি

    ২৭ : করিমকে রহিম গতকালে মেরেছে__ কর্মকারক সুচক শব্দ কোনটি ?

    উত্তর : করিমকে

    ২৮ : কারক বলতে কি বুঝায় ?

    উত্তর : ক্রিয়ার সাথে সম্বন্ধযুক্ত

    ২৯ : ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় ?

    উত্তর : রুপতত্ত্বে

    ৩০ : হাতাহাতি কোন সমাসের উদাহরণ ?

    উত্তর : বহুব্রীহি

    ৩১ : নীল যে অম্বর = নীলাম্বর__ কোন সমাস ?

    উত্তর : কর্মধারয়

    ৩২ : সমাস শব্দের অর্থ ?

    উত্তর : সংক্ষেপণ

    ৩৩ : 'হাট বাজার' কোন অর্থে দ্বন্দ্ব ?

    উত্তর : সমার্থক

    ৩৪ : মধুমাখা এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

    উত্তর : মধুদ্বারা মাখা

    ৩৫ : কোন সমাসে ব্যাসবাক্যের প্রয়োজন হয় না ?

    উত্তর : নিত্য সমাস

    ৩৬ : প্রতিবাদ এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?

    উত্তর : বিরুদ্ব বাদ

    ৩৭ : শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে ?

    উত্তর : তদ্ধিত প্রত্যয়

    ৩৮ : নীলিমা শব্দের সঠিক তদ্ধিত প্রত্যয় কোনটি ?

    উত্তর : নীল + ইমন

    ৩৯ : লাজুক এর প্রকূতি ও প্রত্যয় কোনটি ?

    উত্তর : লাজ + উক
    ৪০ : ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায় ?

    উত্তর : আই

    ৪১ : রামগরুড়ের ছানা কথাটির অর্থ কি ?

    উত্তর : গোমড়ামুখো লোক

    ৪২ : বিরাগী শব্দের অর্থ কি ?

    উত্তর : উদাসীন

    ৪৩ : ঘাঘু শব্দের দ্বারা কি বুঝায় ?

    উত্তর : অভিজ্ঞ

    ৪৪ : নির্বন্ধ অর্থ কি ?

    উত্তর : বিধান

    ৪৫ : শিষ্টাচার এর সমার্থক শব্দ___

    উত্তর : সদাচার

    ৪৬ : অটবী এর প্রতিশব্দ কোনটি ?

    উত্তর : বন

    ৪৭ : প্রকূতি এর বিপরীতার্থক শব্দ__

    উত্তর : বিকূতি

    ৪৮ : বিলীন এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

    উত্তর : অস্তিত্ব

    ৪৯ : যামিনী এর বিপরীত শব্দ কি ?

    উত্তর : দিন

    ৫০ : তস্কর এর বিপরীতার্থক শব্দ কোনটি ?

    উত্তর : সাধু


    প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার গাণিতিক সমাধান   দেখতে এখানে ক্লিক করুন

    এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন্স


    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.