• Recent post

    এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন্স


    এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন্স 


                                                   আজকের বিষয় গণিত

    ১: ৯দিয়ে বিভাজ্য ৩ অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩, তূতীয় অঙ্ক ৮ হলে মধ্যম অঙ্কটি কত ?

    ক ৬  খ ৭  গ ৮  ঘ ৯ 

    উত্তর:   ৭

    ২: দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত ?

    ক ২৪  খ ৪৮  গ ৬০ ঘ ৭২
    উত্তর: ঘ  ৭২
    ৩:
    একটি পুর্ণ সংখ্যা নির্ণয় করুন যাকে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ২,৩,৪ এবং ৫ অবশিষ্ট থাকে।

    ক ৪৭ খ ৪৯ গ ৫৭ ঘ 
    ৫৯

    উত্তর: ঘ ৫৯

    ৪: একজন লোক দৈনিক ১১ ঘন্টা চলে ৪ দিনে ২৭৫ কি.মি. পথ অতিক্রম করে। দৈনিক ৮ ঘন্টা চলে কত দিনে সে ৪৫০ কি.মি. পথ অতিক্রম করবে ?

    ক ৬ 
    দিন

    খ 
    ৮ 
    দিন 
    গ 
    ৯ দিন ঘ ১০দিন

    উত্তর:  ৯ দিন 

    ৫: একটি ট্রেন ঘন্টায় ৮৪ কি.মি.বেগে তলে। ট্রেনটি ৮০০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ কত ?

    ক ৫০০ খ ৬০০ গ ৭৫০ ঘ ৯০০

    উত্তর: খ ৬০০

    ৬: ৫ টাকায় ২টি করে কমলা কিনে ৩৫ টাকায় কয়টি বিক্রয় করলে ৪০% লাভ হবে ?

    ক ৭ টি খ ১২ টি গ ১০টি ঘ ৬ টি

    উত্তর: গ ১০টি

    ৭: a- [a-{a-(a-1)}] এর মান কত ?

     ক-1 খ 1 গ 2a+1 ঘ 2a-1

    উত্তর: খ 1

    ৮: x3- 7x -6 এর উৎপাদক কত?

    ক (x+1)(x-2)(x-3)
    খ (x+1)(x+2)(x-3)
    গ (x+1)(x+2)(x-3)
    ঘ (x-1)(x-2)(x-3)

    উত্তর: গ (x+1)(x+2)(x-3)

    ৯: x2-y2 +2x+1 এর একটি উৎপাদক কত ?

    ক  x+y
    খ  x+y+1
    গ 1-x-1
    ঘ  x-y-1

    উত্তর: খ x+y+1

    ১০: কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা সম্ভব হবে ?

    ক ৬:৫:৪
    খ১২:৮:৪
    গ ৬:৪:৩
    ঘ ৩:৪:৫

    উত্তর: ঘ ৩:৪:৫

    ১১: একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১২ সে.মি. হলে ত্রিভুজের ক্ষেত্র ফল কত বর্গ সে.মি. ?

    ক ৩৬
    খ ৭২
    গ ৫৬
    ঘ ৪৮

    উত্তর: ক ৩৬

    ১২: a:b=4:7,b:c=5:6 হলে a:b:c কত?

    ক 20:44:35
    খ  20:35:42
    গ 4:7:5
    ঘ 4:7:6

    উত্তর: খ 20:35:42

    ১৩: একটি ত্রিভুজাকূতি ক্ষেত্রের ক্ষেত্রফল ৮৪ বর্গগজ। ত্রিভুজের শীর্ষবিন্দু হতে ভুমির ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ১২ গজ হলে, ভুমির দৈর্ঘ্য কত ?

    ক ১৪গজ
    খ ৭ গজ
    গ ১০ গজ
    ঘ ১২ গজ

    উত্তর: ক ১৪গজ

    ১৪: একটি চাকার পরিধি ৫ মিটার । ২০ মাইল পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে ?

    ক ৫৪০০বার
    খ ৬০০০ বার
    গ ৬২০০ বার
    ঘ ৬৪০০বার

    উত্তর: ঘ ৬৪০০বার

    ১৫: রহিম ১ সপ্তাহে ৪৯টি চেয়ার বানাতে পারে । ২০১০ সালে ফেব্রুয়ারী মাসে সে কতটি চেয়ার বানাতে পারবে ?

    ক ১৯৬টি
    খ ২১০ টি 
    গ ১৯০ টি 
    ঘ ২২৯ টি





    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.