• Recent post

    Blogger দিয়ে কিভাবে পরিপূর্ণ একটি ব্লগ তৈরী করতে হয় (পর্ব-১)

    Google blogger ব্যবসা বা ব্যক্তিগত ব্লগ শুরু করার জন্য একটি সেরা প্ল্যাটফর্ম।
     কারও ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক কাজের জন্য ব্লগ তৈরী করার সবচেয়ে সহজ প্লাটফর্ম হচ্ছে Google এর Blogger. খুব সহজে এবং কোন প্রকার ওয়েব ডেভেলপমেন্ট জ্ঞান ছাড়াই ব্লগার দিয়ে সহজে ব্লগ তৈরী করা যায়। তাছাড়া এটি Google কোম্পানির হওয়াতে কোন প্রকার সংকোচ ছাড়াই ব্লগিং চালিয়ে যেতে পারবেন। কিন্তু আমাদের অনেকেরই প্রচন্ড় ইচ্ছ্ থাকা সত্বে ও সঠিক গাইড়লাইন না পাওয়ার কারনে Blogger শুরু করতে পারতেছি না। তার তাই  কিভাবে  Blogger শুরু করতে হবে তার উপর সঠিক ও সহজ গাইড়লাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমরা কিভাবে একটি ব্লগার ব্লগ শুরু করা যায় তা ধাপে ধাপে শিখব  আমাদের এই পোষ্টটি ধারাবহিকভাবে চলবে......





    কিভাবে ব্লগার দিয়ে ব্লগ তৈরী করবেনঃ
    প্রথমেই একটি Gmail ID তৈরী করে নিতে হবে। যদি আপনার আগেই একটি Gmail ID থেকে থাকে তাহলে নতুন ID তৈরী করার দরকার হবে না।
    তারপর আপনার Gmail আইডির মাধ্যমে Blogger Account এ লগইন করুন।

    এরপর এখানে নিচের চিত্রের মত দেখতে পাবেন।



    Create-Blogger-New-Account


    .উপরের চিত্রের দেখানো  New Blog এ ক্লিক করুন।

    .New Blog এ ক্লিক করার পর নিচের চিত্রের মত শো করবে।



    উপরের Title এর জায়গায় আপনার ব্লগের পছন্দ করা নাম লিখুন। এটি আপনার ইচ্ছামত লিখতে পারবেন ।
    Address  এর জায়গায় আপনার ব্লগের এড্রেস লিখুন। এটি সম্পূর্ণ ইউনিক অর্থাৎ অন্যদের থেকে আলাদা হতে হবে। এই ঠিকানার মাধ্যমে সবাই আপনার ব্লগ খুজে পাবে। একটি কথা মনে রাখবেন এক Address বিশ্বের ২য় কেহ ব্যবহার করতে পারবে না। তাই আপনাকে অবশ্যই ইউনিক কোন নাম পছন্দ করতে হবে যা এর আগে কেউ ব্যবহার করেনি। Blog Address ইউনিক এবং সংক্ষিপ্ত রাখার চেষ্টা করুন।
    এরপর Templete এ যে ছবি গুলি দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে বিভিন্ন ডিজাইনের ব্লগার Template. এখান থেকে আপনি পছন্দমত যে কোন একটি সিলেক্ট করতে পারেন। অথবা আপনি আপনার পছন্দ করা অন্য কোন কাস্টমাইজড় করা Template ও সিলেক্ট করতে পারেন।
    তারপর সর্বশেষ  Create Blog  এ ক্লিক করলেই অটোমেটিক আপনার ব্লগ তৈরী হয়ে যাবে।

    ব্লগার ড্যাশবোর্ড পরিচিতি.




    1.New Post: এখানে ক্লিক করে আপনি নতুন পোষ্ট করতে পারবেন। প্রতিবার নতুন পোষ্ট করার সময় এই হলুদ বাটনটিতে ক্লিক করতেই হবে।
    2.Overview: এখানে ক্লিক করে  আপনি আপনার পোষ্টের কতটি কমেন্ট Approve করার জন্য Pending আছে, কতটি কমেন্ট Published করা হয়েছে, আজকে কতবার পোষ্ট দেখা হয়েছে, কতটি পোষ্ট করেছেন,  ব্লগের কতজন Followers অছে এবং কোথা হতে বা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনার ব্লগে ভিজিটররা আসছেন  ইত্যাদি জানতে পারবেন।
    3.Posts: আপনি এ যাবত যতটি পোষ্ট করেছেন তার সব তালিকা এখানে তারিখ অনুযায়ী দেখতে পারবেন। কোন পুরাতন পোষ্ট ডিলিট কিংবা কোন পরিবর্তন করতে চাইলে এখান থেকে করতে পারবেন।

    4.Pages: এ:খানে সাধারনত ব্লগ সম্পর্কে বিভি ন্নকথা বলা হয়। যেমন ধরুন-আপনার ব্লগ সম্পর্কে, আপনার নিজের সম্পর্কে, ব্লগের পাভেসি পলিসি, কনটাক্ট পেজ ইত্যাদি টাইপের বিভিন্ন পেজ তৈরী করা হয়।
    5.Comments: আপনার ব্লগের কোন পোষ্টে কতটি কমেন্ট করা হলো, কোন কমেন্ট ডিলিট করা, কমেন্ট অনুমোদন দেওয়া এবং স্প্যাম কমেন্ট ডিলিট করার কাজে ব্যবহৃত হয়।

    6.Google+: এটি ব্যবহার করে আপনার ব্লগার প্রোফাইল-কে Google+ Profile এর সাথে Connect করতে পারবেন। এর ফলে আপনার পোষ্টগুলি সহজে আপনার Google+ Profile এ শেয়ার করতে পারবেন। আবার ইচ্ছে করলে Disconnect করতেও পারবেন।

    7.Stats: এখান থেকে আপনার ব্লগের ট্রাফিক সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এটি প্রায় Overview অপশন এর মত। তবে এখান থেকে কোন পোষ্টে কতটি View, কোন ধরনের ব্রাউজার ব্যবহার করে আপনার ব্লগে ভিজিটররা আসলো, কোন কোন দেশ হতে ভিজিটররা আপনার ব্লগ ভিজিট করলো এবং কোন Operating System ব্যবহার করে আপনার ব্লগে ভিজিট হলো ইত্যাদিসহ আরও অনেক বিস্তারিত জানতে পারবেন।

    8.Earning: আপনার ব্লগটি যদি ভালমানের হয়ে থাকে এবং প্রচুর পরিমানে ভিজিটর থাকে, তাহলে  Google Adsense Approved করে আপনার ব্লগে Advertisement ব্যবহার করে টাকা উপার্জন করতে পারবেন।

    9.ampagins: এটি মূলত Google AdWords এর একটি অংশ। এটির ব্যবহার করার জন্য আপনার অনেক অভীজ্ঞতা থাকতে হবে। সার্চ ইঞ্জিন অপটিমাইজ করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    10.Layout: ব্লগার টেমপ্লেট এর একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই Layout. আপনার ব্লগকে আর ও সুন্দর এবং আকর্শনীয় করার জন্য এটি ব্যবহার করা হয়।এটি ব্যবহার করে আপনার ব্লগে বিভিন্ন ধরনের Gadget ব্যবহার করতে পারবেন। ব্লগ সাজানোর ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
    11.Template: এটিকে বলা হয় ব্লগারের প্রাণ। এটি ছাড়া ব্লগের কথা চিন্তাই করা যায় না। এটি Edit করে আপনার ব্লগের সম্পূর্ণ কাজ পরিচালনা করতে পারবেন। আপনার ব্লগে যত ধরনের ডিজাইন এবং পরিবর্তন করা দরকার তার সব কাজ এখানে করতে হবে।
    12.Settings: এই সহজ কথাটি আমরা সবাই বুঝি। কাজেই বেশ কিছু বলতে চাচ্ছি না। এখান থেকে ব্লগের নাম, ব্লগের বিবরণ এবং ব্লগ এড্রেস।




     আজ এই পর্যন্ত ই পরবর্তী পোষ্টে আমরা ব্লগার ড্যাশবোর্ড  নিয়ে আলাদা আলাদা  বিস্তারিত আলোচনা করবো, আশাকরি আমাদের সাথে থাকবেন।


    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.