• Recent post

    এক নজরে দেখে নিন ৩৮তম বিসিএস ভাইভা টিপস্


    এক নজরে দেখে নিন ৩৮তম বিসিএস ভাইভা টিপস্



    বিসিএস পরীক্ষার ৩য় ধাপ হল ভাইভা। এ ধাপে সফল হতে চাইলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ভাইভা পরীক্ষার পুর্বপ্রস্তুতি মুলক ধারাবাহিক এই আয়োজনে আপনারা আমাদের সাথে থাকুন।

    প্রার্থী: আসসালামু আলাইকুম,আসতে পারি ?

    পরীক্ষক: ওয়ালাইকুমুস্ সালাম,আসুন বসুন।
    বোর্ড চেয়ারম্যান: Your first choice is admin, say, What is local government ?

    প্রার্থী: Local government is the government which has a territorial non- soveregion community possessing the legal right and the necessary organization to regulate its own affairs.

    প্রথম পরীক্ষক: What is the structure of upazila parishad ?
    প্রার্থী: Chairman is the chief of upazila parishad. He is elected by the votes. Besides there are two vice - chairman including a female. UNO serves secretarial assistance to Upazila . The period of chairman and vice - chairman is five years.
    দ্বিতীয় পরীক্ষক: Now describe your journey to PSC office in english.
    প্রার্থী: Today i got ready earliar in the morning. Then, i have checked all of my certificates and documents again. Then, i took a light breakfast at 7:30 AM. After that i went to the road with a view to going to Bangladesh public service Commision. There i saw a rickshawpullar anf after negotiating with him about the fare i have decided to get on the rickshaw. Thus by rickshaw i have reached this office of BPSC.

    দ্বিতীয় পরীক্ষক: জেলা প্রশাসকের আর কি নাম আছে ?

    প্রার্থী: ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ও ডেপুটি কমিশনার।

    তূতীয় পরীক্ষক: আপনি মাস্টার্সে কোন বিষয়ের উপর ডিগ্রী করেছেন ?

    প্রার্থী: "Bilateral Free Trade Agreement with india : impacts on Bangladesh."

    তূতীয় পরীক্ষক: পদ্মা নদীর দৈর্ঘ্য কত ?

    প্রার্থী: পদ্মা নদীর দৈর্ঘ্য ১২০ কি.মি. (প্রায়)।

    প্রথম পরীক্ষক: বাংলাদেশের অস্থায়ী সরকার সম্পর্কে পাচঁটি তথ্য দিন।

    প্রার্থী: মুক্তিষুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন হয়। ১৭ এপ্রিল এ সরকার শপথ গ্রহন করে। এ সরকারের অস্থায়ী সচিবালয় ছিল মুজিবনগর, মেহেরপুরে। তবে অস্থায়ী সচিবালয় ক্যাম্প ছিল ৮ থিয়েটার রোড় কোলকাতায়। এ সরকারের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান হলেও তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি ও উপ - রাষ্ট্রপতি নিযুক্ত হন সৈয়দ নজরুল ইসলাম।

    দ্বিতীয় পরীক্ষক: আপনার দ্বিতীয় পছন্দ অর্থনীতি, তাহলে বলুন বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস পর একটা নীতি ঘোষণা করে। এ নীতির নাম কি ?

    প্রার্থী: মুদ্রা নীতি বা Monterary policy ।

    প্রথম পরীক্ষক: আচ্ছা আমরা প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তূতীয় বিশ্বের কথা শুনে থাকি। বলুন তে এই বিশ্বগুলো কি কি ছিল ?

    প্রার্থী:
    প্রথম বিশ্ব বলতে পুঁজিবাদী উন্নত রাষ্ট্রগুলোকে বুঝায়। দ্বিতীয় বিশ্ব বলতে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোকে এবং তূতীয় বিশ্ব বলতে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় পরিচালিত অনুন্নত বা স্বল্পোন্নত রাষ্ট্রগুলোকে বুঝায়। 

    বোর্ড চেয়ারম্যান:
    আমরা দুটি বড় দুর্ভিক্ষের শিকার হয়েছি। এ দুর্ভিক্ষ দুটির কারণ কি কি ছিল ?

    প্রার্থী:
    আমরা যে দুটি বড় দুর্ভিক্ষের শিকার হয়েছি তার একটি ছিয়াত্তরের মন্বন্তর। যা ১১৭৬ সনে বা ইংরেজী ১৭৬৯ - ৭০ সালে সংগঠিত হয়েছিল। এটি ছিল রবার্ট ক্লাইভের দ্বৈতশাসনের কুফল। আরেকটি দুর্ভিক্ষ সংগঠিত হয়েছিল বাংলা ১৩৫০ বা ইংরেজী ১৯৪৩ সালে । এটি ৫০এর মন্বন্তর নামে পরিচিত। এটি বন্যা, খরা এবং দ্বিতীয় বিশ্বযুদ্বের সময় ইংরেজদের দু:শাসনের ফলে সংগটিত হয়েছিল।


    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.