• Recent post

    জেনে নিন বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে অজানা সব তথ্য


    এক নজরে জেনে নিন বাংলাদেশের জাতীয় পতাকা সম্পর্কে অজানা সব তথ্য




    বাংলাদেশের অস্তিত্ব ও সার্বভৌমত্বের প্রতীক জাতীয় পতাকা। সবুজ আয়ত ক্ষেত্রের মধ্যে লাল বূত্তের পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০:৬। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকূতি ও তারুণ্যের প্রতীক আর বূত্তের লাল রং উদীয়মান সুর্য ও স্বাধীনতাযুদ্ধে জীবন উৎসর্গকারী শহিদদের রক্তের প্রতীক। ১৯৭১ সালের ২ মার্চ তৎকালীন ছাত্রনেতা আ স ম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। ১৯৭১ সালের ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষনার প্রাক্কালে তার বাসায় পতাকাটি উত্তোলন করেছিলেন। এর আগে ১৯৭০ সালে মানচিত্রসহ প্রথম জাতীয় পতাকাটি আঁকেন তৎকালীন ছাত্রনেতা শিবনারায়ণ দাশ। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ণ দাশের আঁকা পতাকাটির মাঝখানের মানচিত্র বাদ দিয়ে পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যা সংবলিত একটি প্রতিবেদন দেওয়ার দ্বায়িত্ব দেন পটুয়া কামরুল হাসানকে। তিনি বর্তমান বাংলাদেশের জাতীয় পতাকাটির পরিমার্জিত রুপ তৈরী করেন। পতাকার এই বর্তমান রুপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারী সরকারীভাবে গূহীত হয়।

    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.