• Recent post

    স্বাস্থ্য সহকারী ও ফার্মাসিস্ট নিয়োগ স্পেশাল মডেল টেস্ট

    একজনরে দেখে নিন স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ স্পেশাল মডেল টেস্ট ও সাজেশন্স।
    যারা যারা স্বাস্থ্য সহকারী পদে চাকরীর জন্য আবেদন করেছেন তাদের জন্য অনেক উপকারে আসবে।



    আসুন নিজেকে পরীক্ষার আগে একটু জ্বালিয়ে নেয়া যাক।
    ১:WHO বাংলাদেশের কোন শহরকে দক্ষিণ-পুর্ব এশিয়ার Healthy city ঘোষণা করেছে ?
    উত্তর: চট্রগ্রামকে।

    ২: আর্মড ফোর্সেস মেডিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্টা কত সালে?
    উত্তর: ১৯৭৬

    ৩:পাগলা কুকুরের কামড়ে কি রোগ হয় ?
    উত্তর: হাইড্রোফোবিয়া বা জলাতংক।

    ৪: আর্সেনিকের দুটি বিষাক্ত যৌগের নাম কি ?
    উত্তর: আর্সেনাইট ও আর্সেনেট।

    ৫: বর্তমানে বাংলাদেশে সরকারী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কতটি ?
    উত্তর: ৩টি

    ৬: পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে তৈরী হয়
    উত্তর: পেনিসিলিন।

    ৭: সম্প্রতি চালুকূত ক্যান্সার নির্ণয়ের পদ্ধতিটির নাম কি ?
    উত্তর: এফএনএসি (FNAC)

    ৮: ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DAB কত সালে প্রতিষ্টিত হয় ?
    উত্তর: ২৮ ফেব্রুয়ারী ১৯৫৬ সালে।

    ৯: শিশুদের পাঁচটি রোগ প্রতিরোধের জন্য প্রয়োজন একটি মাত্র টিকা তার নাম কি?
    উত্তর: পেন্টাভ্যালেন্ট।

    ১০: বারডেম প্রতিষ্টা করেন কে ?
    উত্তর: জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম; ১৯৮০ সালে।

    ১১: দুধের মধ্যে যে প্রোটিন থাকে তার নাম কি ?
    উত্তর: কেজিন।

    ১২: মস্তিস্কের রক্তনালী ব্লক হওয়া বা ছিঁড়ে যাওয়া রক্তপাতকে কি বলে 
    উত্তর: স্ট্রোক।

    ১৩: বালাদেশে সরকারী ডেন্টাল কলেজ কয়টি ?
    উত্তর: ১টি।

    ১৪: বিশ্বের কোথায় প্রথম হার্ট ট্রান্সপারেন্ট করা হয় ?
    উত্তর: ৩ ডিসেম্বর ১৯৬৭, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে।

    ১৫ : বালাদেশের কোষ্ঠ রোগের চিকিৎসা কেন্দ্রটি কোথায় অবস্থিত ?
    উত্তর: নীলফামারীতে।

    ১৬: অর্থনৈতিক সমিক্ষা ২০১৮ অনুসারে, বর্তমানে দেশে মহিলা প্রতি উর্বরতা হার কত ?
    উত্তর: ২.১০%।

    ১৭: স্কার্ভি রোগের প্রতিষেধক কি ?
    উত্তর: ভিটামিন সি।

    ১৮: বাংলাদেশে প্রথম সেচ্ছা প্রণোদিত পরিবার-পরিকল্পনা কর্মসুচি তালু হয় কবে?
    উত্তর: ১৯৫৩ সালে।

    ১৯: মানবদেহে হাড়ের সংখ্যা কতটি?
    উত্তর: ২০৬টি।

    ২০:কোন ভিটামিনের অভাবে শরীরে রক্ত শুন্যতা দেখা দেয় ?
    উত্তর: ভিটামিন বি১২

    ২১: বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা প্রতিষ্টিত হয় কবে ?
    উত্তর: ৭এপ্রিল ১৯৪৮।

    ২২:স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিনের সংখ্যা কয়টি?
    উত্তর: ১৩টি।

    ২৩: সাধারণত ৭ মাসের আগে শিশুর জন্ম হলে থাকে বলে
    উত্তর: গর্ভপাত।

    ২৪: বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবীর নাম_
    উত্তর: লুইস ব্রাউন; ইংল্যান্ড।

    ২৫: রক্তে বিলিরুবিনের পপিমাণ ১% বেশি হলে কি হয় ?
    উত্তর: জন্ডিস।

    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.