• Recent post

    আপনার ওয়েবসাইট অথবা ব্লগকে SEO উপযোগী করে নিন?


    আপনার ওয়েবসাইট অথবা ব্লগকে SEO উপযোগী করে নিন

    Search Engine Optimization (SEO) কি?

    Search Engine Optimization শব্দটির ভীতর দুটি অর্থবহুল অংশ রয়েছে।একটি হচ্ছে Search Engine এবং 
    অন্যটি হচ্ছে Optimization.  SEO হচ্ছে সার্চ ইঞ্জিন-কে অপটিমাইজেশন করার এক ধরনের প্রযুক্তিগত ওয়েব কৌশল।
     এটিকে অন্যভাবেও বলা যায়- বিভিন্ন সার্চ ইঞ্জিন হতে কোন একটি ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের ভাল অবস্থানে  নিয়ে 
    আসার কৌশলকেই Search Engine Optimization (SEO) বলা হয়। আমরা যারা ওয়েব ডেভেলপিং-এর সাথে জড়িত 
    আছি, তাদের মধ্যে অনেকেরই এর সম্পর্কে কিছুটা হলেও ধারণা আছে। SEO ছাড়া কোনো বল্গ বা ওয়েবসাইট কে 
    একটি ভালো অবস্থানে নিয়ে আসা প্রায় পুরোপুরি অসম্ভব। তার একমাত্র কারণ প্রযুক্তির এই যুগে আমরা সার্চ 
    ইঞ্জিনের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছি। এখন যে কোনো কিছু সম্পর্কে কিছু জানতে চাইলে আমরা সর্বপ্রথম 
    তা সার্চ ইঞ্জিনেঅনুসন্ধান করি এবং তার ফলাফল অনুযায়ী তা খুঁজে বের করি।আর আমাদের ওয়েবসাইট অথবা 
    ব্লগ-এর ফলাফল যদি সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া না যায়, তাহলে আমাদের ওয়েবসাইট অথবা ব্লগ-এর কন্টেন্টগুলো 
    অন্যদের কাছে পৌছবে না। আমার আজকের এই পোস্টটি পড়লে আপনারা জানতে পারবেন যে আপনাদের 
    ওয়েবসাইট অথবা ব্লগটি কি SEO উপযোগী ? যদি তা না হয় তাহলে SEO উপযোগী করতে হলে জরুরী কয়েকটি 
    HTML ট্যাগ এবং কিছু উপায়ের সম্পর্কে।
    Using Meta Tags
    সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটিকে একটি ভাল অবস্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেটা ট্যাগ একটি গুরুত্বপূর্ণ 
    ভূমিকা পালন করে। যদি মেটা ট্যাগ ব্যবহার না করা হয়, তবে সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটের ফলাফল 
    কখনওই ভালো অবস্থানে পৌঁছাতে পারবে না। তাই সঠিকভাবে SEO-এর জন্য আমাদের ওয়েবসাইট এ title, 
    description, keywords ইত্যাদি অত্যাবশ্যক মেটা ট্যাগ অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে সার্চ 
    ইঞ্জিন আমাদের ওয়েবসাইট বা ব্লগ-এর কন্টেন্টগুলো’কে বেশি গুরুত্ব দেবে। আর তা আমাদের ওয়েবসাইটকে 
    সার্চ ইঞ্জিনের ফলাফলে ভালো অবস্থানে পৌঁছাতে সাহায্য করবে।


    পূর্ণাঙ্গ লিঙ্কের ব্যবহার
    আমাদের ওয়েবসাইটের SEO কে আরও উন্নত পর্যায়ে নিতে হলে অবশ্যই ওয়েবসাইট বা ব্লগ-এ পূর্ণাঙ্গ লিঙ্ক 
    ব্যবহার করতে হবে। যেমন আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট এর লিঙ্ক যদি এমন হয় # তাহলে তা পরিবর্তন করে
    এরকম # করে দিতে হবে। কারণ সার্চ ইঞ্জিনগুলো এরকম লিঙ্ক’কেই বেশি গুরুত্ব দেয় যেখানে কন্টেন্ট’টি সম্পর্কে উল্লেখিত আছে।

    Using Header Tags
    ভালো মানের SEO-এর জন্য হেডার ট্যাগ ও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেডার ট্যাগ হলো h1-হতেh5 
    পর্যন্ত HTML ট্যাগগুলো। আমাদের ওয়েবপেইজটির বিষয়বস্তু সম্পর্কে এই ট্যাগটি সার্চ ইঞ্জিন-কে জানিয়ে দেই 
    এই ট্যাগটি প্রত্যেক ওয়েবপেইজ-এর জন্য গুরুত্বপূর্ণ একটি ট্যাগ। এই ট্যাগটি ব্যবহার করার মাধ্যমে আমরা 
    ওয়েবপেইজ’টির বিষয়বস্তু সম্পর্কে সার্চ ইঞ্জিনগুলো’কে অবগত করাতে পারব, যা সার্চ ইঞ্জিনগুলোর 
    কাছেআমাদের সাইটটি কে করে তুলবে আরও বেশী আকর্ষণীয় ।

    Image Alternative Tags 
    ওয়েবসাইটে যখন কোন ছবি আপলোড় করা হয় সার্চ ইঞ্জিন কিন্তু কোনোরকম কোনো ছবিই দেখতে পায় না, আর 
    এই Alt ট্যাগটি সার্চ ইঞ্জিনকে বুঝিয়ে দেয় ছবিটির বিষয়বস্তু সম্পর্কে। তাই এই ট্যাগটি অনেক গুরুত্বপূর্ণ একটি ট্যাগ, কিন্তু আমরা প্রায়ই এই ট্যাগটি অপ্রয়োজনীয় ভেবে ট্যাগটির ব্যবহার করি না। তাই আমার মতে, একটি পারফেক্ট SEO এর জন্য এই ট্যাগটির ব্যবহারের প্রয়োজনীয়তা অপরিসীম।
    (উদাহরণঃ alt=”#”)

    Giving Importance To Speed

    একটি ওয়েবসাইটের পারফেক্ট SEO-এর জন্য সেই ওয়েবসাইট এর স্পিড অনেক ভালো হতে হবে। অনেক জেনে 

    অবাক হবেন যে ৭০% ওয়েবসাইট তাদের ভিজিটর হারায় তাদের সাইটের স্পিড কম হওয়ার কারণে। আমাদের 

    ওয়েবসাইট বা ব্লগ-এর স্পিড যদি খারাপ হয়, তাহলে সার্চ ইঞ্জিনের ফলাফলেও  ওয়েবসাইট বা ব্লগটি-কে উন্নত 

    অবস্থানে নিয়ে যেতে পারব না। সাইটের স্পিড যদি উন্নত না হয়, তাহলে সার্চ ইঞ্জিনগুলোও 

    আমাদের ওয়েবসাইটকে অবহেলা করবে। আপনার ওয়েবসাইট অথবা ব্লগ-এর স্পিড উন্নতকরণের জন্য 
    আপনাকে 
    অবশ্যই ভালো মানের CSS ব্যবহার করতে হবে এবং সাইটের ইমেজগুলোকে অপটিমাইজ করতে 
    হবে, যেমনঃ CSS ছোট করে লিখে ব্যবহার করা, কম সাইজের ইমেজ ব্যবহার করা অথবা ইমেজ রিসাইজ করা।

    আশা করছি এই পোস্ট’টি আপনার ওয়েবসাইট অথবা ব্লগ-এর SEO আরও উন্নতকরণে আপনাকে সহায়তা করবে 

    এবং আপনি আপনার ওয়েবসাইট অথবা ব্লগ’টিকে সার্চ ইঞ্জিনের ফলাফলে আরও উন্নত অবস্থানে নিয়ে যেতে 

    সক্ষম হবেন। 

    পোস্ট’টি পড়ার জন্য ধন্যবাদ।


    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.