এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন্স ২০১৮
এক নজরে দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সাজেশন্স
আজকের বিষয় বাংলা
১: বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ?
উত্তর: ইন্দো ইউরোপীয়।
২: বাংলা লিপি কোন লিপি থেকে উৎপন্ন ?
উত্তর: ব্রাক্ষী।
৩: 'বাগাড়ম্বর' শব্দের সন্ধি-বিচ্ছেদ
উত্তর: বাক্+অাড়ম্বর।
৪: বাংলা ভাষার রচিত প্রথম নাটক কোনটি ?
উত্তর: ভদ্রার্জুন।
৫: ক্রীতদাসের হাসি উপন্যাসের লেখক কে ?
উত্তর: শওকত ওসমান।
৬: জসীম উদ্দীনের শ্রেষ্ট কাহিনী কাব্য কোনটি ?
উত্তর: নকশী কাঁথার ।
৭: সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
উত্তর: সংস্কূত।
৮: 'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি ?
উত্তর: অগভীর সতর্ক নিদ্রা।
৯: যে সমাসে পুর্ব পদের বিভক্তির লোপ হয় না তাকে কি বলে ?
উত্তর: অলুক সমাস।
১০: মায়াবী প্রহর নাটকটি কার রচনা ?
উত্তর: আলাউদ্দীন আল আজাদ।
১১: কিরণ শব্দের সমার্থক শব্দ হলো
উত্তর: অংশু।
১২: যা দীপ্তি পাচ্ছে- এক কথায় কী হবে ?
উত্তর: দেদীপ্যমান।
১৩: যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না - এক কথায় কী হবে ?
উত্তর : বনস্পতি।
১৪: শিষ্টাচার- এর সমার্থক শব্দ কি ?
উত্তর: সদাচার।
১৫: পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে ?
উত্তর: সৈয়দ শামসুল হক।
No comments