• Recent post

    ফেসবুকে রঙীন পোষ্ট বা কমেন্ট করে সবাই কে অবাক করে দিতে চান ?


    ফেসবুকে রঙীন পোষ্ট বা কমেন্ট করে সবাই কে অবাক করে দিতে চান…  
    কিন্তু কিভাবে কি করবেন জানা নেই ! তাহলে পোষ্ট টি আপনার জন্য…….. 
                                    
                           Don’t Miss ….

    সবাই কেমন আছেন ..?

    আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন।

    আজ আমি আপনাদের সাথে যে বিষয় টি নিয়ে আলোচনা করব।শুরুতে টাইটেল দেখেই হইতো সবাই বুঝতে পেরেছেন ।

    এই ট্রিক্সটি হয়তো অনেকেরই  জানা আছে। যারা জানেন তাদের জন্য নই। যারা না জানেন তাদের কে নিয়েই আমার আজকের পোস্ট।
     facebook tricks নিয়ে আমাদের এই পোস্ট টি ঘুরে আস্তে পারেন... best way to unblock facebook friend

    আমারা অনেকেই আছি যারা ফেসবুকে কালার লেখা পোষ্ট এবং কমেন্টে কালার লেখা লিখতে চাই....
    বা মনের মত করে সাজাতে চাই ফেসবুককে…!
    তাহলে আমার আজকের এই পোষ্ট এবং এপস্ টি আপনার জন্য। কালার কোডের মাধ্যমে কিভাবে ফেসবুকে কালার পোষ্ট করা যায়।

    সেই বিষয়ে অনেকেই বিভিন্ন সাইটে  বিভিন্ন পোষ্ট করেছেন।কিন্তু তিনি সবাই কালার কোড বা এপস্ সম্পর্কে রিভিউ দেয় না। আর তাই আমি আজ আপনাদের মাঝে এই পোষ্ট নিয়ে হাজির হলাম।

    তাই বাডতি কথা না বাড়িয়ে চলুন কাজে ফিরে যাই। ফেসবুকে কালার লেখা পোষ্ট এবং কমেন্টে কালার লেখা লিখতে হলে প্রথমে আপনি আপনার ফেসবুক আইডি লগিন করতে হবে।

    শুধুমাত্র ফেসবুক এর অফিসিয়াল এপস্ বা ফেসবুক লাইট এ



    এর পর কালার পিকার এপস্ টি ডাউনলোড় করে ওপেন করুন।

    [স্ক্রিনসর্ট এ দেখানো স্থানে ট্যাপ করুন



     এরপর  এখান থেকে সিলেক্ট করুন



    তারপর ডান দিকের বার ওপর নিচে করে কালার সিলেক্ট করুন আপনার মনের মত করে।



    এরপর স্ক্রিনশট এ দেখানো স্থান থেকে কালার কোড কপি করুন।


    এবার ফেসবুকে ফিরে যান ও স্ট্যাটাস বা কমেন্টে যেখানে কালার কমেন্ট বা স্ট্যাটাস দিতে চান সেখানে পেষ্ট করুন।

    উল্লেক্ষ★★★ [ Touched Color: #fff30076 ]

    এখানে দেখানো [ Touched Color:# ]

    এই অংশটুকু কেটে বাদ দিয়ে নিচের দেখানো নিয়ম এ আপনার ফেসবুক পোস্ট বা কমেন্টে দিন।



    আর [ ] ব্যাকেট এর জায়গায় স্ক্রিনশট এ দেখানো কোটেশন অনুযায়ী আপনার কাংখিত লেখাটি লিখুন;


    ভেতরে নিয়ম অনুযায়ি কোড দিয়ে এর বাইরে থেকে আপনি আপনার পোষ্ট বা কমেন্ট লিখুন।

    ★নিয়ম [fg=ff00ff15] লেখা রঙিন করতে।

    ★নিয়ম [bg=ff00ff15]ব্যাকগ্রাউন্ড রঙিন করতে।

    দেখে নিন Blogger ব্লগ দিয়ে কিভাবে পরিপূর্ণ একটি ব্লগ তৈরী করতে হয় (পর্ব-১)

    আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন। কি ভাবে আপনি আপনার ফেসবুকে কালার পোষ্ট বা কমেন্ট করতে পারবেন।

    বি.দ্র: এই কোড বা কালার এর ব্যাবহার শুধু আপনারা ফেসবুক এর অফিসিয়াল এপস্ বা ফেসবুক লাইট এর মাধ্যমে ব্যাবহার করতে পারবেন।

    আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

    একটি কথা মানুষ মাত্রই ভুল হয়ে থাকে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
    যদি কারও কোন কিছু জানার বা জানাবার ইচ্ছা থাকে তবে  ভদ্র ও রুচিশীল ভাষায় কমেন্টে জানাবেন।

    No comments

    Author Details

    prozokte news is a blog site for knowing all kinds off tips like blogging,online income,adsense,health tips,facebook tricks,seo and many more.