একনজরে দেখে নিন বিসিএস ভাইভা টিপস্
একনজরে দেখে নিন বিসিএস ভাইভা টিপস্
বিসিএস পরীক্ষার ৩য় ধাপ হল ভাইভা। এ ধাপে সফল হতে চাইলে আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। ভাইভা পরীক্ষার পুর্বপ্রস্তুতি মুলক ধারাবাহিক এই আয়োজনে আপনারা আমাদের সাথে থাকুন।
৩৬তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রাজেশ ভৌমিকের ভাইভার গুরুত্বপুর্ণ অংশ নিচে তুলে ধরা হল:
প্রার্থী: আসসালামু আলাইকুম,আসতে পারি?
পরীক্ষক: ওয়ালাইকুমুস্ সালাম,আসুন বসুন।
বোর্ড চেয়ারম্যান: আজ ঢাকায় একটি আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। সেটির নাম কি ?
প্রার্থী: চিফ অব পুলিশ কনফারেন্স। এটি রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্টিত হচ্ছে।
প্রথম পরীক্ষক: পুরো নাম বলুন।
প্রার্থী: সরি স্যার পুরু নাম মনে নেই।
দ্বিতীয় পরীক্ষক: এটি হলো chiefs of police conference of south asia and neighbouring countries on Regional Co-operation in curbing violent Extremism and Transnational crime. বলুন SDG-এর অভীষ্ট কতটি ?
প্রার্থী: ১৭টি সুনির্দিষ্ট লক্ষ্য আর ১৬৯টি অন্তর্হিত লক্ষ্য।
দ্বিতীয় পরীক্ষক: এর সময়কাল বলুন ?
প্রার্থী: ১৭টি সুনির্দিষ্ট লক্ষ্য আর ১৬৯টি অন্তর্হিত লক্ষ্য।
দ্বিতীয় পরীক্ষক: এর সময়কাল বলুন ?
প্রার্থী: ২০১৬ - ২০৩০ পর্যন্ত।
তূতীয় পরক্ষক: SDG- এর কত নম্বর টার্গেটে শিক্ষা সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে ?
প্রার্থী: ৪ নম্বর লক্ষ্যে ।
তূতীয় পরীক্ষক: MDG আর SDG- এর মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য বলুন।
প্রার্থী: স্যার MDG ছিল উন্নয়নশীল দেশগুলোর জন্য নির্ধারিত যার লক্ষ্য ছিল ৮টি অন্যদিকে SDG হচ্ছে সকল দেশসমুহের জন্য নির্ধারিত টেকসই উন্নয়নের জন্য গূহীত পদক্ষেপ।
দ্বিতীয় পরীক্ষক: বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে মুখ্য সমন্বয়কারী কে ?
প্রার্থী: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব জনাব আবুল কালাম আজাদ ।
প্রথম পরীক্ষক: গত বছরে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ওয়ারেন্ট প্রেসিডেন্ট মোতাবেক জেলা জজ কততম অবস্থানে আছে ?
প্রার্থী: জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যবূন্দ রাষ্ট্রীয় পদমর্যাদার ২৪ নং ক্রমিক হতে ১৬ নম্বরে সরকারের সচিবদের সমমর্যাদায় এবং অতিরিক্ত জেলা জজ ১৭ নম্বরে উন্নীত হন।
বোর্ড চেয়ারম্যান: এক্সিলারেট এনার্জি, তেলেগা নাসিনল বারহেড,জেরক্স এবং সান্তোস এগুলো কোনটি কোন দেশের কোম্পানি ?
বোর্ড চেয়ারম্যান: এক্সিলারেট এনার্জি, তেলেগা নাসিনল বারহেড,জেরক্স এবং সান্তোস এগুলো কোনটি কোন দেশের কোম্পানি ?
প্রার্থী: এক্সিলারেচ এনার্জি যুক্তরাষ্ট্রভিত্তিক, তেলেগা নাসিনল বারহেড মালয়েশিয়া ভিত্তিক, জেরক্স ভারত ভিত্তিক এবং সান্তোস অস্ট্রেলিয়া ভিত্তিক কোম্পানী।
তূতীয় পরীক্ষক: কোন দেশে এক সন্তান নীতি চালু ছিল ?
প্রার্থী: চীনে। এটি বাতিল হয় ২৭ ডিসেম্বর ২০১৫ সালে।
বোর্ড চেয়ারম্যান: ঠিক আছে, আপনি এবার আসুন।
প্রার্থী: ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম।
বিসিএসের জন্য নিচের লেখাগুলো দেখে নিন অনেক কাজে আসবে.....
এক নজরে দেখে নিন ৩৮তম বিসিএস ভাইভা টিপস্
বিসিএসের জন্য নিচের লেখাগুলো দেখে নিন অনেক কাজে আসবে.....
এক নজরে দেখে নিন ৩৮তম বিসিএস ভাইভা টিপস্
No comments